হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অদ্য ৩রা জানুয়ারী ২০২৩ ইং রোজ মঙ্গলবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পারছে।
এরই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্টীর সকলর সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালনে ব্যাপক উদ্যোগ গ্ৰহণ করেছেন। তাই নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি পরিচর্যা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ যে, গত ৪ই ডিসেম্বর নিখোঁজ হওয়া সালাউদ্দিনের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন।
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অংসিংনং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, সাবেক ইঞ্জিনিয়ার মংসুইথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্যবৃন্দ ও বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সদস্য-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক অংসানু মারমা।
এক বছর আগে বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাব স্থাপিত হয়। অনুষ্ঠানে এস এস সি পরীক্ষায় কৃতকার্য ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের উন্নয়নের জন্য এক লাখ টাকা অনুদান প্রদান করেন।