হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪ তম শুভ আবির্ভাব ও ২৭ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলনের দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩রা মার্চ শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গীর্জা নির্মাণ করে দিচ্ছেন। চলাচলের পথকে সহজ ও সুগম করতে সমতল সহ পার্বত্য এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।
বীর বাহাদুর আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। এ সরকার আগামী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না। তিনি সরকারের উন্নয়ন কাজে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান।
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ১০ লক্ষ টাকার ব্যয়ে
বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত শংকর মঠ ও মিশনে নব নির্মিত দৃষ্টি নন্দন মঠ মন্দির ভবন উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহা আলম, কাপ্তাই সার্কেল রওশন আরা রব, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহীত ও হিন্দু সম্প্রদায়ের ভক্ত নর নারী উপস্থিত ছিলেন।