হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাজার শ্রী শ্রী হরি মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণের দোল পঞ্চমী উপলক্ষে ৩৯তম ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বশান্তি শ্রী মদ্ভাগবদপাঠ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রক্ষ্য মহানামযঞ্জ উপলক্ষে এক আলোচনা সভা মন্দির প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
১১ই মার্চ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই মহতী ধর্মসভা সভায় সভাপতিত্ব করেন বিশ্ব নাথ বণিক। শুভ উদ্বোধক ছিলেন মন্দিরের পুরোহিত দীলিপ চক্রবর্তী, প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
সন্ধা লগ্নে শুভ অধিবাস কীর্ত্তন পৌরহিত্যে করেন বৈঞ্চব পারব পন্ডিত শ্রী দীপক চক্রবর্তী (বকুল)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সদস্য রাখাল চন্দ্র দাস, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, ইউপি সদস্য উদয় তংচঞ্চ্যা, জয়নুল আবেদীন তালুকদার, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শম্ভু নাথ বণিক, সাবেক মন্দির কমিটির সভাপতি বাবুল কান্তি শম্মা, উৎসব পরিচালনা কমিটির সভাপতি মৃদুল দাস, মন্দির কমিটির সহ-সভাপতি দিলীপ দাস, সাধারণ সম্পাদক ধনরাম কর্মকার, দিপক চৌধুরী, সঞ্জিত চৌধুরী তিলক, শিমুল দাস প্রমুখ।
আলোচনা শেষে গীতা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও রাতে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।