হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী চন্দ্রঘোনার মেইন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি সিএনজি অটোরিক্সা খাদে পড়ে যাওয়ায় গাড়ীতে থাকা যাত্রী ও চালক গুরুতর আহত হয়েছে।
২৭শে ফেব্রুয়ারী সোমবার বিকাল ৫ টায় রাজস্থলী থেকে চন্দ্রঘোনা যাওয়ার পথে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গামারী বাগান এলাকায় বেপরোয়া গতিতে গাড়ী চালানোয় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত চালক ও যাত্রীকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে। এতে যাত্রী রুবেল মিয়ার (৩১) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে প্রেরন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সিএনজিটি থানায় আনা হয়।