সাইফুল ইসলাম, রামগড় খাগড়াছড়িঃ-
“ঔষধ ক্রয় বিক্রয়” ইনভয়েচ, ক্যাশ মেমোর মাধ্যমে করি, নকল ও ভেজাল মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ করি” এ স্লোগান কে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি”র সহযোগিতায় নকল ভেজাল আন- রেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধ কল্পে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় পুরাতন সোনালী ব্যাংক এর ৩য় তলায় রামগড় ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতি”র সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক করিম শাহ”র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এর ফেনী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মিসেস প্রিয়াঙ্কা দাস গুপ্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস এর খাগড়াছড়ি জেলা শাখার বাবু রূপন বড়ুয়া, রামগড় ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সাধারণ সম্পাদক শুভ্রত দাস প্রমুখ।
এছাড়াও সভায় রামগড় উপজেলার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি”র অন্তর ভুক্ত ঔষধ ব্যবসায়ীগন, ড্রাগিষ্ট, কেমিষ্ট’সহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।