সাইফুল ইসলাম, রামগড় সংবাদদাতাঃ-
পার্বত্য জেলা খাগড়াছড়ি”র রামগড় উপজেলার ঢাকা কলনী নামক স্থান (মমতাজের বাড়ী)থেকে ২০ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ রাব্বি (২৫)কে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃত আসামি মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ রাব্বি ঢাকা কলনীর স্থানীয় বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর ছেলে।
১০ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ০৮.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক মাজহারুল হক, মোঃ সামছুল আমিন, হবিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ এর সংঙ্গীয় পুলিশ ফোর্স মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ রাব্বি (২৫)কে আটক করেন।
রামগড় থানার উপপরিদর্শক মাজারুল হক সুত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া উল্লেখিত ঘটনাস্থল থেকে রাত ০৮.৩০ ঘটিকার সময় মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ রাব্বি(২৫), পিতা মৃত শাহজাহান হাওলাদার, মাতা- মমতাজ বেগম,গ্রাম ঢাকা কলোনী(মমতাজের বাড়ি), ০৬নং ওয়ার্ড, ০১নং রামগড় ইউনিয়ন, ২০ পিস ইয়াবা (মাদক) সহ আটক করিয়া ঘটনাস্থলেই জব্দ করা হয়।
তাহার বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মামলা নং-০৪,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮(সংশোধনী/২০২০) এর ৩৬(১) সারনী ১০(ক)/৪১।