মোঃ মাসুদ রানা, রামগড় প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি অধিনস্ত লাচারীপাড়া ও হেঁয়াকো বিওপি ক্যাম্প কর্তৃক বাংলাদেশী বিভিন্ন প্রকার কাপড় ও গোলকাঠ আটক করা হয়।
১৯ই ডিসেম্বর ২০২২ সোমবার সকাল ০৫.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ লাচারীপাড়া বিওপির টহল দল কর্তৃক পিলাকছড়া নামক স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন বাংলাদেশী বিভিন্ন প্রকার কাপড় আটক করা হয়,যার বাজার মূল্য ৬৪,৩০০টাকা। আটককৃত বিভিন্ন প্রকার কাপড় সীতাকুন্ড কাষ্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
১৯ ডিসেম্বর সোমবার দুপুর০১.০০ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্ত হেঁয়াকো
বিওপির টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত গজারিয়া নামক স্থান হতে মালিকবিহীন গোলকাঠ আটক করা হয়,যার বাজার মূল্য ৮৬,২৫০টাকা।আটককৃত বিভিন্ন প্রকার গোলকাঠ হেঁয়াকো বনবিট অফিসে জমা করা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমন্ডার লে.কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, বিভিন্ন প্রকার চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।