মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ-
চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার অন্তর্গত লেবু বাগান নামক স্থানে রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
২২শে ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় রামগড় ৪৩ বিজিবির অধিনস্থ কয়লারমূখ চেকপোস্টের একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মদ জোরারগন্জ থানায় জিডি এন্ট্রি করা হয় এবং পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমন্ডার লে.কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।