মেহেরাজ হোসেন সুজন:-
সাফ চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষের পথে।
ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রূপনার ঘর দেখতে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল মাজীদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমানসহ সাংবাদিক ও গম্যমান্যরা উপস্থিত ছিল।
এসময় রুপনার চাকমার মা কালাসোনা চাকমা ঘরের দ্রুত কার্যক্রম হওয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জানুয়ারী মাসের শেষের দিকে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল মাজীদ।