মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধিঃ-
বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের প্রশিক্ষিত আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে যুব মহিলাদের অসহায় এবং দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাইন্দু ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী, প্রধান অতিথি থেকেই সেলাই মেশিন বিতরণ করেন।
চলতি বছরের (২০২২-২০২৩) এল জি এস পি-৩ প্রকল্পের ২লাখ টাকার বরাদ্দে পাইন্দু ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার মংচউ মারমা সভপতিত্বে ২০জন নারী উদ্যোক্তা মধ্যে সেলাই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা, ইউপি সচিব রাজিব দাশ, মেম্বার গংবাসে মারমাসহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন শিবলী বলেন, প্রতি বছরই অসহায় এবং সুস্থদের সহযোগিতা করা হয়। এর ধারাবাহিকতায় এবার সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।