মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উলক্ষে৷ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও দুর্নীতি বিরোধী কমিটি।
শুক্রবার( ০৯ ডিসেম্বর) সকাল ৯.৩০ এর সময় লংগদু উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত সভা ও মানববন্ধন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
” দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সভায় লংগদু উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে
অতিথি হিসেবে মানববন্ধন ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন,লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,লংগদু উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি মাও. ফোরকান আহমেদ,লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
আলোচনা সভায় অতিথিরা বলেন,বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার লক্ষে সকল সচেতন নাগরিককে কাজ করে যেতে হবে। দুর্নীতি একটি বড় ধরণের অপরাধ, এর ফলে সামাজ,দেশ ধবংসের পথে চলে যায়।তাই সকলকে অপরাধমূলক কাজ থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে দুর্নীতির বিরুদ্ধে সারা বিশ্ব ঐক্যবদ্ধ আছে।