সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃ-
রাঙামাটির লংগদুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর লংগদু থানা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাইট্টাপাড়া আলতাফ মার্কেট মাদ্রাসায় ইসলামী ছাত্র আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ খালিদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদ বিন খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি এইচ.এম ইমাম হোসেন কুতুবী। বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোহাম্মদ আব্দুল মান্নান হাফিজুল্লাহ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সহ ইসলামী ছাত্র ও যুব আন্দোলন উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই শোচনীয়। সকলকে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে সমাজের সর্বস্তরে পূর্ণ দ্বীন কায়েমের সর্বোচ্চ ফিকির করতে হবে। তথাকথিত ছাত্র রাজনীতির নামে যে নোংরা অবস্থা চলছে, তা থেকে বের হয়ে ইসলামী ধারার রাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে।”
শেষে বিগত উপজেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে মোঃ আলাউদ্দীনকে সভাপতি, এম. জাহিদ বিন খলিল সহ-সভাপতি এবং মোঃ আলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
আলহামদুলিল্লাহ