সাকিব আলম মামুন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-
রাঙামাটির লংগদুতে জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় এসে মিলিত হয়।
সভায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমরান হোসেন (মুন্সি)’র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিময় চাকমা, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ফজলুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এবং গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” বিনির্মাণে উপজেলা যুব উন্নয়নের কার্যক্রম চালিয়ে যেতে সকলকে একযুগে কাজ করার আহ্বান করেন।