সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্য নিয়ে লংগদুতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানার তদন্ত ওসি সানজিদ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা এম.কে ইমাম উদ্দীন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রবীণ সাংবাদিক মো. এখলাছ মিঞা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি-সম্পাদক এবং ব্যবসায়ীগণ।
বক্তারা সভায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তার অধিকার রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।