লংগদু প্রতিনিধিঃ-
জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান, পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, চীবর দান এবং ধর্মীয় দেশনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হলো লংগদুর তিনটিলা বন বিহারে ২৪ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
বিহার পরিচালনা কমিটি এবং দায়ক-দায়িকাদের আয়োজনে দানোত্তম কঠিন চীবর দানে সভাপতিত্ব করেন তিনটিলা বন বিহারের সভাপতি সুভাষ কান্তি চাকমা।
এ সময় দানোৎসবে প্রধান ভান্তে অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির ধর্মলোক উপস্থিত ছিলেন।