রিপন ওঝা, মহালছড়িঃ-
খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল লংগদু জোনকে ১-০ গোলে হারিয়ে মহালছড়ি জোন ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি স্টেডিয়ামে রিজিয়নের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত ফুটবল টূর্নামেন্টে সেমিফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক আয়োজিত সেনা রিজিয়ন কাপ-২০২২ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্যে যে, খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনালে মহালছড়ি জোনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লংগদু জোন।
উক্ত রিজিয়ন কাপ-২০২২ ফুটবল টুর্নামেন্টে খাগড়াছড়ি, মহালছড়ি, পানছড়ি লোগাং, দীঘিনালা, রাঙ্গামাটি জেলার বাঘাইহাট, মারিশ্যা এবং লংগদু জোন ও বিজিবি জোনের তত্ত্বাবধানে ৭টি দল অংশগ্রহণ করে।