নিজস্ব সংবাদাতাঃ-
বান্দরবান লামা উপজেলার বন্য হাতির আক্রমণে খতিজা বিবি (৬৫) নামে এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোহরাব পাড়া, মগ বাজার ও জামাল পাড়া গ্রামে এই ঘটনাটি হয়। নিহত ব্যক্তি সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী।
আহতরা হলেন, আমির আলী (৫০) ও মোজাম্মেল হক বয়াতি (৬৫)। আহতদের উদ্ধার করে স্বজনরা পার্শ^বর্তী চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মোঃ জাকারিয়া ও মোঃ বাবলু জানিয়েছেন, সকালে হঠাৎ বন্য হাতির পাল তান্ডব চালায়। এসময় বন্য হাতি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। গৃহস্থালি কাজে যাওয়ার সময় বন্য হাতির সামনে পড়ে নিহত খতিজা বিবি। মুহুর্তেই হাতি তাকে আঁচড়ে মেরে ফেলে। পরে মগ বাজার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেল হক বয়াতির বাড়িতে ভাংচুর করে তাদের আহত করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।
লামা আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ তার বাড়িতে আছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।