বাবর চলে গেলে টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বর্তমান শীর্ষ ব্যাটসম্যানের সঙ্গে আলাপ শুরু করেন লিটন।
সর্বশেষ ১৫ টি–টোয়েন্টির ৯টিতে পঞ্চাশ পূর্ণ করে অবিশ্বাস্য ফর্মে আছেন রিজওয়ান। তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও স্বাভাবিক—এ জন্য মানসিকভাবে দৃঢ় থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি, ‘কখনো শূন্য হবে, ১০ রানে আউট হবে, সেঞ্চুরিও হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হ্যাঁ, নিজ নিজ দলে কেউ ব্যতিক্রম কিছু করলে তার ফলও আলাদা হতে পারে। আবার কেউ থাকে সাকিবের মতো শক্ত মানসিকতার। তুমিও জানো, আমিও জানি এটি খেলার অংশ যে ক্যাচ ছুটবে, সেঞ্চুরি করবে, বড় খেলোয়াড় হয়ে যাবে। লিটন দাস বড় খেলোয়াড়…রিজওয়ানের ক্যাচ ছুটেছে, ম্যাচ জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে। কিন্তু সেটি ক্যাচ হয়ে গেলে এসব কিছুই হতো না।’
একপর্যায়ে লিটন প্রশ্ন করেন, রানের মধ্যে থাকলে মনমেজাজ ভালোই থাকে। কিন্তু ছন্দে না থাকার সময়ে কীভাবে মনোযোগ ধরে রাখা যায়?