অর্ণব মল্লিক, বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ ধ্রুব সংস্কৃতি পরিষদ এর আওতাধীন রাউজান উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত স্বনামধন্য সংগীত শিক্ষা প্রতিষ্ঠান শুভম সংগীত বিদ্যাপীঠ এর বার্ষিক সঙ্গীত বিষয়ক মৌখিক ক্রিয়াত্বক পরীক্ষা গত শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী গান, নৃত্য, তবলা, আবৃত্তি সহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়েছে।
এতে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ধ্রুব সংস্কৃতি পরিষদ মিউজিক বোর্ডের সাধারণ সম্পাদক স্বরূপ দেব নাথ, বেতার ও টেলিভিশন শিল্পী পিন্টু ঘোষ, সংগীতা দত্ত এ্যানি, জ্যাকলিন তনচংগ্যা, অর্নব মল্লিক ও পিয়া বড়ুয়া। পরীক্ষা কেন্দ্র পরিচালনা করেন শুভম মিউজিক বিদ্যাপীঠের অধ্যক্ষ রকি বিশ্বাস।