নানিয়ারচর প্রতিনিধি:-
সংযোগ ফাউন্ডেশন এর উদ্দ্যগে পাহাড়ের দুর্গম অঞ্চলের মানুষের মাঝে শীতের তীব্রতা রুখতে শীত বস্ত্র সমুহ দেয়া হয়েছে।
(২৯ জানুয়ারি ও ৩০ জানুয়ারি) উপজেলার দুর্গম নানিয়ারচরে এর বিভিন্ন দূর্গম এলাকার জনগোষ্ঠীর মাঝে বিতরণ কার্যক্রম করা হয়।
স্থানীয় সংবাদ কর্মী মেহেরাজ হোসেন সুজনের পরিচালনায়, সংযোগ টিমের নানিয়ারচর সেচ্ছাসেবী নিপন চাকমা,দূর্জয় কর্মকার ও আশরাফুল ইসলাম প্রায় স্কুল,বাজার ও বাড়ি বাড়ি গিয়ে অর্ধশত মানুষের মাঝে শীত বস্ত্র সমুহ শীতার্ত দের বিতরণ করে।
সংযোগ ফাউন্ডেনের রাঙামাটির টিম লিডার মিনহাজ ত্বকি জানায়,সংযোগ ফাউন্ডেশন দূর্গম অঞ্চলের মানুষের মান উন্নয়নে কাজ করছে,অন্যান্য জেলার মত রাঙামাটিতেও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শীতার্ত মানুষের মাঝে ধাপে ধাপে বিভিন্ন উপজেলার দূর্গম অঞ্চলে শীত বস্ত্র পৌঁছে দিচ্ছে সেচ্ছাসেবীরা।