নিজস্ব প্রতিনিধিঃ-
আজ একুশে নভেম্বর সোমবার দুপুর ১২ টায় নানিয়াচর জোন (সুদক্ষ দশ) এর আয়োজনে আলোচনা বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত হোসেন (পিএসসি)।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান’সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।
উক্ত অনুষ্ঠানে সুদক্ষ দশ এর সহ’অধিনায়ক মেজর জাওয়াত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুদক্ষ দশের সৈনিকগন উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রধান অতিথি, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রুবাইয়াত হোসেন (পিএসসি) অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানান এবং সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।