হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ঋষি আশ্রমের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাযজ্ঞ ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় শ্রী শ্রী সনাতন ঋষী আশ্রমে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি।
তিনি বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। বর্তমান আওয়ামীলীগ সরকার দল, মত নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা একই পরিবারের অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের ভাই ভাই।
এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলাকে উন্নয়নের শিখরে এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সকলের। এজন্য দল, মত, নির্বিশেষে একে অন্যের কাঁধে কাঁধ রেখে মিলেমিশে আন্তরিকতার সাথে রাঙ্গামাটির সকল উপজেলার উন্নয়নে কাজ করে যাবো।
এই মহোৎসব কমিটির সভাপতি সুজিত করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, পুলক বড়ুয়া, রাখাল চন্দ্রদাশ, সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দীপংকর তালুকদার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন উপভোগ করেন।