মেহেরাজ হোসেন সুজন, নিজস্ব প্রতিনিধি:-
নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি হস্তান্তরিত হয়েছে। উল্লেখ্য যে সাফ জয়ী রুপনা রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূইয়াদম গ্রামের ভাঙ্গা ঘরে বেড়ে ওঠা তার।সম্প্রতি সাফ চ্যাম্পিয়নে সেরা গোল রক্ষক হয়ে আলোচনায় আসেন তিনি এবং মিডিয়ার মাধ্যমে তার বসত ঘর দেখে প্রধানমন্ত্রী নির্দেশনায় করা হয় পাকা ঘর।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঘরটি রূপনার মা – কালাসোনা চাকমার কাছে চাবি হস্তান্তর করে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি) সৈয়দা সাদিয়া নূরীয়া সহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুপনার গ্রামের পার্শ্ববর্তী লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিল।
এ সময় রুপনার চাকমার মা ঘরের দ্রুত কার্যক্রম হওয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে রূপনা চাকমা মুঠোফোনে এলাকাবাসীর আশীর্বাদে দুর্গম অঞ্চল হতে আমার উঠে আসা,এর পিছনে যারাই আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমি বরাবরি কৃতজ্ঞতা পোষণ করি। আমাদের গ্রামে আমার একটি ভাঙা ঘর ছিল সেখানে ঘরের চাল ভেদ করে পানি বৃষ্টির পানি পড়তো,পাকা একটি ঘর পাওয়াতে খুবই ভালো হয়েছে আমি খুবই আনন্দিত।
রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথাসাধ্য চেষ্টায় রূপনা চাকমার বাড়ি তৈরি সম্পন্ন হয়েছে।আজ এই ঘর রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।