রাঙ্গামাটি প্রতিনিধি:-
অসুস্থ রোগীকে রক্তদানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ও করোনা মহামারীতে সরকারি অর্থায়ন ছাড়া সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন। শুধু হিলর ভালেদী নয়, এটি একটি বহুমাত্রিক সম্পর্ক। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সাংস্কৃতিক অঙ্গন ধরে রাখতে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের জন্য সামর্থ্য অনুসারে সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য মানুষের ভাগ্য উন্নয়নে সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। যে জাতি নিজের সংস্কৃতি ধরে রাখতে পারবে না। সে জাতি হারিয়ে যেতে বাধ্য হবে। ভাষা এবং সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে সেই জাতি ততদিন ঠিকে থাকতে পারে। বর্তমান সরকার এই পার্বত্যঞ্চলে বসবাসরত পাহাড়ি এবং অন্যান্য সম্প্রদায়ের জাতিসত্তাসমূহ নিজস্ব সংস্কৃতি বিকাশ ও ধর্ম পালন করতে পারবে সেই নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছেন।
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ’র নির্মিত চাকমা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পোড়া কপাল্যে’ ইউটিউবে ও আনুষ্ঠানিক পর্দায় উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়াও সংগঠনটির কর্মকান্ডের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, উদ্বোধনী নৃত্য পরিবেশন, কেক কাটা, বিবিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন সংগঠনটির প্রতিষ্ঠাতা সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর রাঙ্গামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, শিক্ষক ও বিশিষ্ট কবি শিশির কান্তি চাকমা, সংগঠনটির সাধারণ সম্পাদক ইমন চাকমা প্রমূখ।