হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় ১০ দফা দাবি নিয়ে পদযাত্রা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
১১ই ফেব্রুয়ারী শনিবার উপজেলার তিনটি ইউনিয়নে (বাঙ্গালহালিয়া, গাইন্দ্যা ও ঘিলাছড়ি) তে উপজেলা বিএনপির উদ্যোগে এবং সহযোগী সংগঠনের সহযোগিতায় এই ১০ দফা দাবিতে পদযাত্রা করে।
বিদ্যুৎ, তৈল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, কৃষি পণ্য, সার, কীটনাশক, শ্রমিকের ন্যায্য মজুরি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে উপজেলার তিন ইউনিয়নে এই পদযাত্রার আয়োজন করে দলটি।
উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখের সভাপতিত্বে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে বাঙ্গালহালিয়া বাজারের প্রধানসড়কসহ চারদিকে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে পদযাত্রাটি শেষ করা হয়।
উক্ত পদযাত্রায় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিনা শর্তে মুক্তির দাবি করেন।
উক্ত পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞো মারমা, বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সুমনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবির পরিপ্রেক্ষিতে সামনের দিকে এক দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন তিনি।